ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

শিক্ষা

রুয়েটের নতুন রেজিস্ট্রার ড. মোশাররাফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, জুন ২, ২০১৪
রুয়েটের নতুন রেজিস্ট্রার ড. মোশাররাফ

রাজশাহী: প্রফেসর ড. মোশাররাফ হোসেনকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে।



প্রফেসর ড. মোশাররাফ হোসেন রুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

রুয়েট জনসংযোগ শাখার সহকারী পরিচালক গোলাম মুর্তজা বাংলানিউজকে জানান, রুয়েট উপাচার্য স্বাক্ষরিত এক অফিস আদেশ (স্মারক নং-৩৫৯৩, ০১.০৬.২০১৪)-এর মাধ্যমে প্রফেসর ড. মোশাররাফ হোসেনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এরআগে প্রফেসর ড. আশরাফুল আলমকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই আদেশের প্রেক্ষিতে প্রফেসর ড. মোশাররাফ রোববার বিকেলে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আশরাফুল আলম তাকে রেজিস্ট্রারের দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় তড়িৎ ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. শহীদ উদজ্জামান, অতিরিক্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী ও ডেপুটি রেজিষ্ট্রার সদর উদ্দীন উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত রেজিস্টার প্রফেসর ড. মোশাররাফ হোসেন ১৯৮৬ সালে রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৫ সালে থাইল্যান্ডের এআইটি থেকে এম.এস ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০০৮ সালে তিনি ইংল্যান্ডের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এরআগে তিনি ১৯৮৬ সালে রুয়েটের যন্ত্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। শিক্ষকতাকালীন তিনি বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘন্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।