ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবি ছাত্র ফেডারেশন সভাপতি মনোয়ার, সম্পাদক সাদিক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, মে ২৭, ২০১৪
ঢাবি ছাত্র ফেডারেশন সভাপতি মনোয়ার, সম্পাদক সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১২তম সম্মেলনে মনোয়ার মাসুদকে সভাপতি ও সাদিক রেজাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার ডাকসু ভবনরে ২য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



ছাত্র ফেডারেশনের দফতর সম্পাদক ফাতেমা বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে আরো রয়েছেন, সহ-সভাপতি মোর্শেদ আলম পায়েল, সহসাধারণসম্পাদক হাবিবা জান্নাত, সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা বেনজির, সমাজকল্যাণ সম্পাদক তাহসিন মাহমুদ, অর্থ সম্পাদক শোভানী জামাল, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুরসালিনা শুভ্র, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দফতর সম্পাদক ফাতেমা বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মুক্ত হাসান।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রবীর সাহা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরষিদরে অন্যতম সদস্য ফিরোজ আহমেদ এবং বাংলাদশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রিনা আমেনা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ