ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

রোববার থেকে ইবিতে গ্রীষ্মকালীন ছুটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মে ২৪, ২০১৪
রোববার থেকে ইবিতে গ্রীষ্মকালীন ছুটি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী রোববার (২৫ মে) থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে।

ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সবকয়টি বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

এ উপলক্ষ্যে সোমবার দুপুর থেকে আবাসিক হলসমুহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

শনিবার দুপুর ২টার দিকে প্রভোষ্ট কাউন্সিলের বৈঠক শেষে বাংলানিউজকে এসব তথ্য জানান প্রভোষ্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান।

তিনি জানান, সোমবার দুপুর ২টার মধ্যে সবকয়টি আবাসিক হল বন্ধ করে দেওয়া হবে। আবাসিক শিক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৮ জুন রোববার সকাল ১০টার দিকে আবাসিক হলসমুহ খুলে দেওয়া হবে। ৭ জুন থেকে অফিসসমূহ ও ৯ জুন থেকে সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালু হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে বলেন, গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন বিষয় বিবেচনা করেই আবাসিক হলসমূহ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ