ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিতে কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, মে ২০, ২০১৪
শাবিতে কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়র (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর আয়োজনে ‘কানাডায় উচ্চ শিক্ষা’ বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কানাডিয়ান হাইকমিশনারের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে সংগঠনটি।

সেমিনারে কানাডায় শিক্ষার সুযোগ, বর্তমান অবস্থা, স্কলারশিপ এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে দিক নির্দেশনা দেন পাবলিক রিলেশনস অ্যাফেয়ারসের (শিক্ষা) পরিচালক শাহীনা ইসলাম।

সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।