ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

বেতন সমতা দাবিতে রাজশাহীতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, মে ২০, ২০১৪
বেতন সমতা দাবিতে রাজশাহীতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

রাজশাহী: বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবিতে সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

মঙ্গলবার নগরীর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষকদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষদের বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ পদোন্নতির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

শিক্ষক সমাজের রাজশাহী বিভাগীয় সভাপতি তায়েজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক উজ্জল কুমার রায়, সদস্য সচিব শাহীনুর আল-আমিন, রাজশাহী বিভাগের ৮ জেলার কয়েক হাজার শিক্ষক ও শিক্ষিকা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।