ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

জয়পুরহাটে এসএসসিতে সেরা ১০ স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, মে ১৭, ২০১৪
জয়পুরহাটে এসএসসিতে সেরা ১০ স্কুল

জয়পুরহাট: ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট আর.বি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০৯ জনের মধ্যে শতভাগ পাস করে জেলার প্রথম স্থানে রয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন।

 

এছাড়াও শতভাগ পাস ও ভালো ফলাফলের ভিত্তিতে ২য় অবস্থানে রয়েছে জয়পুরহাট সদর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে মোট ২০১ জনের মধ্যে ২০০ জনই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৫জন।

এরপরেই রয়েছে কালাই উপজেলার শান্তি নগর আদর্শ উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি উপজেলার এলবিপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়, এন.এম সরকারি বালিকা বিদ্যালয়, কালাই এম.ইউ উচ্চ বিদ্যালয়, দোগাছি উচ্চ বিদ্যালয়, বাগজানা উচ্চ বিদ্যালয় ও পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়।

এদিকে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের মোট ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৯ জনই জিপিএ-৫ অর্জন করলেও শিক্ষার্থী সংখ্যা কম থাকায় রাজশাহী বোর্ডের মধ্যে মেধা তালিকায় আসতে পারেনি।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ এস.এম জামসেদ আলী বাংলানিউজকে বলেন, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।