ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

পরীক্ষা কাজে গাফিলতি: ২১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, মে ১২, ২০১৪
পরীক্ষা কাজে গাফিলতি: ২১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় ২১ জন কলেজ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির কারণে ২১ জন পরীক্ষককে পাঁচ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র পরীক্ষণ ও ফলাফল প্রকাশে অধিকতর স্বচ্ছতা বিধানের লক্ষ্যে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।