ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবির অধ্যাপক কাজী আবদুস সামাদ আর নেই

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, মে ৭, ২০১৪
জাবির অধ্যাপক কাজী আবদুস সামাদ আর নেই

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কাজী আবদুস সামাদ আর নেই।

বুধবার বিকেল ৫টার দিকে ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।



তিনি স্ত্রী, একমাত্র ছেলে, অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমকে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নারায়ণপুরে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

অধ্যাপক ড. কাজী আবদুস সামাদের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় উপাচার্য বলেন, ড. কাজী আবদুস সামাদের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা দেশের অপূরণীয় ক্ষতি হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

উপাচার্য বলেন, একজন পরিসংখ্যানবিদ হিসেবে ড. কাজী আবদুস সামাদ দেশে-বিদেশে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। সমসাময়িক বিষয়াবলী নিয়ে সংবাদপত্রে কলাম লেখার মাধ্যমে তিনি আলোকিত সমাজ গঠনেও ভূমিকা রেখেছেন।

উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।