ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, এপ্রিল ৩০, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স পার্ট-১ পরীক্ষার ২৮টি বিষয়ের ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষ থেকে দ্বিতীয়বর্ষে উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৬৯ শতাংশ।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এবং যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এসএমএসে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে nu H1 Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফলাফল পাওয়া যাবে।

গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারাদেশে ৪১৬টি কলেজের সর্বমোট দুই লাখ ৭৯ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে এই ফল প্রকাশ করা হলো।

**জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ফল বুধবার

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।