ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, এপ্রিল ২৯, ২০১৪
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা: সোমবার রাজধানীর শাহীন হলে অনুষ্ঠিত হয় বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ‘সনদপত্র বিতরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৪’।

সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. মাজহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে ‘বিমান বাহিনী প্রধান ক্রেস্ট’ এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।



এছাড়া স্কুলের ২০১৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে উত্তম কুমার নন্দীর নাম ঘোষণা করে তার হাতে প্রশংসাপত্র তুলে দেন তিনি।
 
সনদপত্র বিতরণের পর স্কুলের উদীয়মান শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

              


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ