ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবি ছাত্রের মুখস্থ ‘চর্যাপদ’!

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ৫, ২০১৪
ঢাবি ছাত্রের মুখস্থ ‘চর্যাপদ’!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): হাজার বছর আগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ ‘চর্যাপদ’। বাংলা সাহিত্যের প্রাচীন কালে বুদ্ধ সহজিয়াদের আলো আঁধারী ভাষায় লেখা এ বই সম্পূর্ণ মুখস্থ করার  দু:সাধ্য কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) বাংলা বিভাগের ছাত্র জাকেরুল ইসলাম কায়েস ।


 মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি ‘চর্যাপদ’ পাঠ করবেন।
 
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনুষ্ঠানে বেসরকারি অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. ইসরাফিল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, ছলিম উদ্দীন তরফদার সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কবি, লেখক ও শিল্পী মো. আব্দুর রশিদ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ