ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষকরা জাতির শেকড় গড়ার কারিগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, এপ্রিল ১৮, ২০১৪
শিক্ষকরা জাতির শেকড় গড়ার কারিগর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষকরা জাতির শেকড় গড়ার কারিগর হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ১৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মুক্তিযুদ্ধ বিষয়ক এক সেশনে এ মন্তব্য করেন তিনি।



শিক্ষা ক্যাডারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা জাতির শেকড় গড়বেন। প্রকৃতকে বাদ দিয়ে শেকড় গড়া যায় না। শিক্ষার্থীদের প্রকৃত ইতিহাস শিক্ষা না দিয়ে শেকড়বিহীন জাতি গড়বেন না।

তিনি বলেন, জীবনে কথা না রাখতে পারলে অজুহাত দেখিয়ে নিজেকে খাটো করবেন না। তার চেয়ে ভালো হয় ক্ষমা চেয়ে নেওয়া। এতে শিক্ষার্থীরা আপনাদের থেকে শিখবে।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা সব সময় সত্য আর গণতন্ত্রের পক্ষে থাকবেন। এতে দেশ ও দেশের মানুষ বাঁচবে। গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর হওয়ার অনুরোধ করেন তিনি।

মানবতা বিরোধীদের অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে ইনু বলেন, জাতি আপনাদের কৃতকর্মের জন্য আপনাদের ক্ষমা করবে না।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক খান হাবিবুর রহমান ও সেশনে অংশ নেওয়া ১৮০জন শিক্ষা ক্যাডার প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ