ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

শিক্ষা

রাজনৈতিক বাধাতেও ভাল করেছে শিক্ষার্থীরা

আল আমিন; স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ডিসেম্বর ২৯, ২০১৩
রাজনৈতিক বাধাতেও ভাল করেছে শিক্ষার্থীরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত দু মাস ধরেই রাজনৈতিক কর্মসূচির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হয়েছে। এরপরও সব বাধা ডিঙ্গিয়ে জেএসসি’তে সবার ভাল ফল করায় বেশ খুশি ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম।

রোববার প্রকাশিত ফলাফলে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অবস্থান প্রথম।

দুপুরে তিনি বাংলানিউজকে জানান, এবারের জেএসসি পরীক্ষায় এ স্কুল থেকে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪৮৮জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫৮ জন। ১ জন শিক্ষার্থী অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। পাসের হার শতভাগ।

মঞ্জু আরা বেগম বলেন, গতবারের ফলাফলে আমাদের অবস্থান দ্বিতীয় ছিল। এবার প্রথম অবস্থায় উঠে এসেছি। এ জন্য শিক্ষক, শিক্ষাথী, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি ধন্যবাদ জন্যই।

তিনি বলেন, এবারে পরীক্ষায় সময় বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচির কারণে বারবার বিঘ্ন ঘটেছে। ১৭ টি পরীক্ষায় সময় পরিবর্তন করতে হয়েছে। এতো বিঘ্ন হওয়ার পরেও ভাল করেছে শিক্ষার্থীরা।  

তিনি বলেন, গত ২ মাস ধরেই দেশের রাজনীতির এ অবস্থা চলছে। তবে শিক্ষার্থীরা তাদের স্বীকৃতি আদায় করে নিয়েছে।  

স্কুলের অবস্থান সবার সেরা হলেও আনন্দ পর্বে অংশ নিতে শিক্ষার্থী এবং অভিভাবকরা আসতে পারেনি বলে জানান তিনি।

তিনি বলেন, এবারে আনন্দের ঘাটতি থেকে যাবে। অন্য সময় হলে সকলেই আসতো।

উল্লেখ্য, রোববার বেলা ১১টার কিছু আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের গড় হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময় ১৪২০ ঘণ্টা; ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ