ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবিকে মিনিবাস দিল জনতা ব্যাংক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, জানুয়ারি ২, ২০১৩

ঢাবি: সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের আওতায় জনতা ব্যাংক লিমিটেড শিক্ষকদের ব্যবহারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি মিনিবাস উপহার দিয়েছে।

বুধবার উপাচার্য অফিস সংলগ্ন পুরনো সিনেট কক্ষে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে বাসটির চাবি হস্তান্তর করেন জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।



এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন হলের প্রভোস্ট এবং জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
এমএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।