ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

সিলেটে ইংরেজি মাধ্যম স্কুলে বই আসেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, জানুয়ারি ২, ২০১৩

সিলেট: সারাদেশে একযোগে বই বিতরণ উৎসব পালিত হলেও সিলেটে ইংরেজি মাধ্যমে কোনো শিক্ষার্থী বই পায়নি। প্রায় ২৫ হাজার প্রাথমিকের বই এখনও ঢাকা থেকে আসার পথে রয়েছে।

বৃহস্পতিবার এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী বাংলানিউজকে জানান, বইগুলো ঢাকা থেকে নির্ধারিত সময়ে সিলেট এসে না পৌঁছায় মঙ্গলবার সারাদেশের মতো ইংরেজি মাধ্যম স্কুলে বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবারে বই পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, বই নিতে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা স্কুলে গেলেও বাড়ি ফিরেছে খালি হাতে। সিলেট নগরীতে প্রায় ২০টি ইংরেজি মাধ্যম স্কুলে প্রায় ১০ হাজারের মতো শিক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৩  ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১২
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।