ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

শিক্ষা

ঢাবির ভর্তির প্রশ্নে বৈষম্যবিরোধী আন্দোলনের বর্ণনা-খালেদা জিয়ার নাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জানুয়ারি ২৫, ২০২৫
ঢাবির ভর্তির প্রশ্নে বৈষম্যবিরোধী আন্দোলনের বর্ণনা-খালেদা জিয়ার নাম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রশ্নে বৈষম্যবিরোধী আন্দোলন, খালেদা জিয়া ও আবু সাইদের বিষয়ে প্রশ্ন এসেছে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। এ বছর আট বিভাগে মোট এক লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন ফি জমা দিয়েছে। প্রতি আসনের বিপরীতে লড়েছে ৪৩ জন।

এ বছরের প্রশ্নের লিখিত অংশে ইংরেজি থেকে বাংলায় অনুবাদে জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উল্লেখ করা হয়েছে। ৫ আগস্টের ঘটনা বর্ণনা করে বলা হয়, শেষ বিকেলে, ঢাকার রাস্তায় মানুষের ঢল নামে; তারা উল্লাসিত। কেউ নামে পরিবারের সঙ্গে; কেউ বা বন্ধুদের সাথে। তারা ঢাক-ঢোল বাজিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্বৈরশাসককে তিরস্কার করেন। এটা ছাত্রদের বিজয়, জনগণের বিজয়! দীর্ঘদিন পর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়ে তারা আনন্দিত।

প্রশ্ন এসেছে ২০০৪ সালের ঢাকা শহরের প্রথম উড়ালসড়ক নিয়ে। এটি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে দুই হাত প্রসারিত করে শহীদ হওয়া আবু সাইদকে নিয়ে অঙ্কিত ‘উন্নত মম শীর’ ভাস্কর্য নিয়েও প্রশ্ন এসেছে।

উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন শূন্যের বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে প্রশ্ন হয়েছে। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকেও প্রশ্ন হয়েছে। মুক্তিযুদ্ধে নৌ-বাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে সে বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছে সাধারণ জ্ঞান অংশে।

বেলা সাড়ে ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনোরকম কোনো অভিযোগ আমরা পাইনি। বিশ্ববিদ্যালয়ের কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রেখে নাতি-নাতনিদের কোটা বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।