ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষা ২১ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, আগস্ট ৩১, ২০১২

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-এর শূন্যপদে নিয়োগের লক্ষ্যে সকল প্রার্থীদের বাছাই পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থীদের আসন ব্যবস্থা, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য/নির্দেশাবলী পরবর্তীতে দৈনিক পত্রিকার মাধ্যমে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব সাইটে www.bpsc.gov.bd-এ প্রকাশ করা হবে।     

বৃহস্পতিবার সরকারের তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৯২০ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।