ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, আগস্ট ৩০, ২০১২

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লাহর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এবারও মোবাইল প্রযুক্তির মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ১শ এবং অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদ ৫০।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।