ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

শিক্ষা

কুমিল্লায় ‘মেডিক্যাল ভর্তি পরীক্ষা’ পুনর্বহালের দাবি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, আগস্ট ১৩, ২০১২

কুমিল্লা: ‘মেডিক্যালে জিপিএ’র ভিত্তিতে ভর্তি নয়, পরীক্ষা চাই’ দাবিতে কুমিল্লায় মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছেন।

সোমবার দুপুরে নগরের কান্দিরপাড় টাউনহল মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল নগরের মূল সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাঈদ মাহবুব খানের কাছে স্মারকলিপি পেশ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ আগস্ট ১৩, ২০১২
সম্পাদনা: ইয়াসিফ আকবর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।