ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চাঁদপুরে ‘উপায়’র মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পরিশোধ করা যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জুন ২০, ২০২১
চাঁদপুরে ‘উপায়’র মাধ্যমে ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পরিশোধ করা যাবে

ঢাকা: ট্রাফিকের মামলা দায়ের জটিলতা ও জরিমানা পরিশোধের ভোগান্তি কমাতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’র সঙ্গে চাঁদপুর জেলা পুলিশের সম্প্রতি একটি চুক্তি হয়েছে।  

এ চুক্তির ফলে ট্রাফিক মামলার ফাইন ‘উপায়’র মাধ্যমে পরিশোধ করে তাৎক্ষণিকভাবে মামলা নিষ্পত্তি করা যাবে।



ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) পরিচালনা পর্ষদের পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে সই করেন।

‘উপায়’র পক্ষে পরিচালক (বিজনেস সেল্স) সাদ মোহাম্মদ ফজলুল করিম, সহকারী পরিচালক (বিজনেস সেলস) হাসান মো. জাহিদ এবং চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।

সর্বস্তরের জনসাধারণকে আরও বৃহৎ পরিসরে আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারী ‘উপায়’ চলতি বছরের মার্চ মাসে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২০, ২০২১
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।