ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, ফেব্রুয়ারি ২, ২০২১
ওয়ান ব্যাংক-কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের চুক্তি সই

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) ওয়ান ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী, ওকে ওয়ালেট এবং কার্নিভাল অ্যাসিউর লিমিটেড ডিজিটাল ইকো সিস্টেম তৈরির মাধ্যমে তাদের গ্রাহকদের জন্য যুগোপযোগী সলিউশন এবং অফার নিয়ে আসবে। ওকে ওয়ালেট অ্যাপ এর মাধ্যমে ওকে ওয়ালেট গ্রাহকরা কার্নিভাল অ্যাসিউর লিমিটেড এর বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্ট অতি সহজে ক্রয় এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে পারবেন।
 
ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং কার্নিভাল অ্যাসিউর লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডটলাইন লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রাস্তি মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।