ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

করোনায় মারা গেলেন সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, মে ১২, ২০২০
করোনায় মারা গেলেন সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তা

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আবু সাঈদ। তিনি প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মুসতাক কামাল তুহিন।  

তিনি বলেন, অবস্থার অবনতি হলে সোমবার দিনগত রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

মঙ্গলবার সকালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

তাকে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে দাফন করার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা ও পিতাকে রেখে গেছেন।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সাঈদ গত সপ্তাহে অফিস করেছেন। সাধারণ ছুটির সময় লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর তিনটি শাখা পরিদর্শন করে ক্লিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠকও করেছেন।

এর আগে ২৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরেক কর্মকর্তা (প্রধান মানবসম্পদ কর্মকর্তা) মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১২, ২০২০
এসই/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।