ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সারাহ্ সুপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মে ৮, ২০২০
২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সারাহ্ সুপার

খুলনা: খুলনায় বসুন্ধরা এলপি গ্যাসের এক্সক্লুসিভ পরিবেশক সারাহ্ সুপার স্টোরের উদ্যোগে দুস্থ, অসহায় ও অসচ্ছল ২৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৮ মে) দুপুরে খুলনার পূর্ব রূপসায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে খাদ্য সহায়তা বিতরণ কাজের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন ও বিষ্ণু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

 

সারাহ্ সুপার স্টোরের পরিচালনা পর্ষদের সদস্য সাইদুর রহমান সাঈদ জানান, নৈহাটী ইউনিয়নের বাগমারা ও আশেপাশের গ্রামে করোনার কারণে কর্মহীন ২৫০০ দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাগমারা যুব কল্যাণ পরিষদের সহায়তায় বাড়িতে বাড়িতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। একইসঙ্গে সড়কে বিনামূল্যে যানবাহন জীবাণুমুক্তকরণ কাজ শুরু হয়েছে ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০৮, ২০২০
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।