ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

যশোরে কর্মহীনদের পাশে সাউথ বাংলা ব্যাংক কর্মকর্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, এপ্রিল ২৫, ২০২০
যশোরে কর্মহীনদের পাশে সাউথ বাংলা ব্যাংক কর্মকর্তা

যশোর: যশোরে কর্মহীন ও অসচ্ছল ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ইসলামুল হক স্বপন।

সম্প্রতি যশোর সদর উপজেলার ওসমানপুর, সালতা, ফুলবাড়ী, গুচ্ছগ্রাম, যোগী, হুদা-জগমোহনপুর এবং ইছালী গ্রামের কর্মহীন, অসচ্ছল ও দুস্থ ৫০০ পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সাবান দেওয়া হয়।

ইসলামুল হক স্বপন বলেন, করোনা দুর্যোগে আগামীতেও মানুষের পাশে থাকবো। তবে খাদ্যসামগ্রী বন্টনে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দা মাস্টার মো. মতিয়ার রহমান, মো. কোবাদ আলী, মো. লুৎফর রহমান, মো. নুরুল ইসলাম (খোকন), তৌহিদুর রহমান তুষার ও আব্দুল ওয়াদুদকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।