ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

১৯ সেপ্টেম্বর খুলনায় দারাজের সেলার সামিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, সেপ্টেম্বর ১৮, ২০১৯
১৯ সেপ্টেম্বর খুলনায় দারাজের সেলার সামিট

ঢাকা: দেশের অন্যতম অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ ই-কমার্স বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে প্রথমবারের মত খুলনায় আয়োজন করছে সেলার সামিট-২০১৯।

১৯ সেপ্টেম্বর যশোর রোডের খুলনা ক্লাবে বিকেল ৫টায় এ সামিট শুরু হবে। শেষ হবে রাত ৮টায়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দারাজের সিনিয়র এক্সিকিউটিভ মো. ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনষ্ঠানে উপস্থিত থাকবেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রায় ৩০০ জন বিক্রেতাদের নিয়ে সামিটটি শুরু হবে বিকেল ৫টায়। শেষ হবে নৈশভোজের মধ্য দিয়ে রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ইইউডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।