ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, সেপ্টেম্বর ১৭, ২০১৯
আইসিসিবিতে পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা মেলায় অংশ নেওয়া একটি কোম্পানির স্টল/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ১৬তম জাতীয় ফার্নিচার মেলা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

মেলায় দেশের নামকরা সব ফার্নিচার ব্র্যান্ড অংশগ্রহণ করেছে।

মানসম্পন্ন ঘর সাজানোর পণ্য কিনতে দর্শনার্থীরা চলে আসতে পারেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে সিটির গুলনকশা ও রাজদর্শন হলে। মেলায় বিভিন্ন ফার্নিচার ব্র্যান্ড ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে।  

মেলায় অংশ নেওয়া ওমেগা হোম সলিউশনের এক্সিকিউটিভ আদনান বলেন, মেলায় আমাদের পণ্য কিনলে গ্রাহকরা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাবেন।  

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজন করেছে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কোনো প্রবেশ মূল্য দিতে হবে না দর্শনার্থীদের।  

মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠ।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।