ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইউল্যাব-বিপিসিএলের মধ্যে সমঝোতা চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, জুলাই ৩১, ২০১৯
ইউল্যাব-বিপিসিএলের মধ্যে সমঝোতা চুক্তি সই ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচএম জহিরুল হকসহ অন্যরা।

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেডের (বিপিসিএল) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে ইউল্যাব চ্যান্সেলরিতে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচএম জহিরুল হক এবং খাদেম মাহমুদ ইউসুফ, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বিপিসিএল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক ড. সামিয়া সেলিম, বিপিসিএলের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইঞ্জিনিয়ার নাজনীন আখতার, বিপিসিএলের ইনোভেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিট্যান্ট ম্যানেজার সাদিয়া জাফরীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।