ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আগোরা-মীনাবাজারকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, জুন ৪, ২০১৮
আগোরা-মীনাবাজারকে জরিমানা

ঢাকা: অনুমোদনহীন পণ্য বিক্রি ও অবৈধ মানচিহ্ন ব্যবহার করায় সুপারশপ আগোরা ও মীনা বাজারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিএসটিআই-এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৪ জুন) রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
 
এতে বলা হয়, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।

এ সময় সেখানকার শিকদার অর্গানিক মার্কেটে বিএসটিআই-এর অনুমোদনবিহীন আমদানি করা সস ও টমেটো কেচাপ বিক্রয় করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

আর মোহাম্মদীয়া হাউজিংয়ে মীনা বাজার এবং রিং রোডে অগোরাকে অবৈধ মানচিহ্ন ব্যবহার করায় পৃথকভাবে দুই লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।  

এদিকে একই দিন রাজধানীর উত্তরা কাঁচাবাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এটি পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।  

এ সময় কাচা মাছ, মাংসের সঙ্গে রান্না করা খাবার একই রেফ্রিজারেটরে  সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ মশলা ব্যবহার এবং পাঙ্গাস মাছকে কোরাল মাছ হিসেবে বিক্রি করায় ‘হাঙ্গরি ডাক’কে আট লাখ টাকা জরিমানা করা হয়।  

এছাড়া সেখানকার খাজানা রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব ঘর ও আলীবাবা সুইটসকে দেড়লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  

এদিকে ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চালানো পৃথক দুটি অভিযানে দুইটি রেস্তোরাঁকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বিএসটিআইয়ের ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।