ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ট্যাক্স কার্ড নিয়ে আনন্দে ফিরছেন করদাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, নভেম্বর ২, ২০১৭
ট্যাক্স কার্ড নিয়ে আনন্দে ফিরছেন করদাতা ট্যাক্স কার্ড নিয়ে আনন্দে ফিরছেন করদাতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: আয়কর মেলায় রিটার্ন দাখিল করে ট্যাক্স কার্ড নিয়ে আনন্দে ফিরছেন করদাতা। করদাতাদের স্বীকৃতি ও সম্মান জানানোর এমন উদ্যোগে খুশি সকলেই।

এ বছরই প্রথম এমন উদ্যোগ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।   ট্যাক্স কার্ডে করদাতার ছবি যুক্ত থাকছে।

আর এ কার্ডধারীরা রাষ্ট্রীয় যেকোনো সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। কার্ডের পাশাপাশি  ‘আমি গর্বিত করদাতা’ লেখা স্টিকারও দেওয়া হচ্ছে, যা গাড়ি কিংবা বাড়ির দরজায় লাগাবেন করদাতারা।
 
বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে কর মেলার দ্বিতীয় দিনও ছিলো ট্যাক্স কার্ড পাওয়ার উচ্ছ্বাসে ভরা। নতুন অনেক করদাতা প্রথমেই এমন সুবিধা পেয়ে বেশ আনন্দিত।
 
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান জানান, মেলায় যেসব করদাতা রিটার্ন দাখিল করবেন, তাদের সম্মান জানাতে ট্যাক্স আইডি কার্ড দেওয়া হচ্ছে।
 
মেলায় ই-টিআইএন নেওয়া যাচ্ছে। দাখিল করা যাচ্ছে ই-রিটার্ন। কেউ কর পরিশোধ করতে চাইলে ই-পেমেন্টের ব্যবস্থাও থাকছে মেলায়। এর ফলে এবারের মেলায় বেশি আয়কর আদায় হচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
 
এনবিআরের তথ্যমতে, সাত দিনব্যাপী মেলার প্রথম দিনে সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২ জন করদাতা। আর আয়কর সংগ্রহ হয়েছে প্রায় ২০৮ কোটি টাকা। মেলার প্রথম দিনে রিটার্নও জমা পড়েছে গতবারের চেয়ে দ্বিগুণ। দ্বিতীয় দিনে এটি আরও বেড়েছে।

এনবিআরের প্রত্যাশা, মেলা থেকে ৩ হাজার কোটি টাকা কর সংগ্রহ করা যাবে।   মেলার ১০২টি বুথে আগামী ০৭ নভেম্বর পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সেবা নিতে পারবেন করদাতারা।
 
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।