ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৫০ হাজার ভূমিহীন পাবেন ঘর-কর্মসংস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, মে ২, ২০১৭
৫০ হাজার ভূমিহীন পাবেন ঘর-কর্মসংস্থান

ঢাকা: ভূমিহীনদের পুর্নবাসনে ২ হাজার ২০৪ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার ভূমিহীনকে ঘর ও কর্মসংস্থান দেওয়া হবে। এজন্য ‘অাশ্রয়ন-২’ প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (০২ মে) রাজধানীর শেরে বাংলানগরে একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার ভূমিহীন পাবেন ঘর ও কর্মসংস্থান।

প্রকল্প এলাকার মানুষ যেন এর সুফল ভোগ করতে পারেন সে লক্ষ্যেই ব্যয় ঠিক রেখে প্রকল্পের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। জুলাই ২০১০ সাল থেকে প্রকল্পটি বাস্তবায়িত হয়ে অাসছে। যার মেয়াদ ২০১৯ সাল নাগাদ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।