ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, এপ্রিল ১৭, ২০১৭
হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জ: বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি নাজমুল আলম সজল।  

নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আগে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ২০১৬ সালের সমাপ্ত বছরের নিরীক্ষা ও হিসাবের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন সজল।

পরে সব সদস্যদের সম্মতিক্রমে ২০১৬ সালের হিসাব পাস করা হয়।  

সজল তার বক্তব্যে বলেন, বিগত এক বছরে আমরা অনেকগুলো কাজ করতে সক্ষম হয়েছি। কলকারখানা পরিদর্শন ও অধিদপ্তরের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে সক্ষম হয়েছি। ঐসব প্রতিষ্ঠানের লাইসেন্সও ফিরিয়ে দেওয়া হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি (জেনারেল) মো. কবির হোসেন, সহ সভাপতি (অ্যাসোসিয়েট) মো. নাছির শেখ, জেনারেল গ্রুপের পরিচালক পরিচালক আলী আহমেদ শেখ, আবদুল হাই, মনির হোসেন, আতাউর রহমান, সুশান্ত পাল চৌধুরী, বেদীনাথ পোদ্দার, আমিরউল্লাহ রতন ও সাখাওয়াত হোসেন সুমন, অ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক নাছিম আহমেদ, আদিল হাওলাদার, আতাউর রহমান, শাহীন হোসেন, সফিউদ্দিন সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।