ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বর্ষবরণে সানসিল্ক এর আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, এপ্রিল ১৭, ২০১৭
বর্ষবরণে সানসিল্ক এর আয়োজন

ঢাকা: ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সানসিল্ক ও চ্যানেল আই এর আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৪।

সানসিল্ক নতুন বছরে তারুণ্যের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে শুভ কামনা জানাতে চ্যানেল আই এর সাথে চতুর্থ বারের মতো এই আয়োজনটি করেছে।

পহেলা বৈশাখ এর ঝলমলে আয়োজনে প্রথমেই ছিল হাজারো কণ্ঠে বর্ষবরণ এবং মঙ্গল শোভাযাত্রা।

  এরপর সাধনা দল এর একটি নৃত্য পরিবেশনা এবং সানসিল্ক ফ্যাশন শো দেখানো হয়। রঙিন এই আয়োজনে ছিল বিভিন্ন সংগীত শিল্পীদের পরিবেশনাও।  

আয়োজনে ছিল বৈশাখী মেলা। স্টলগুলোতে সাজানো ছিল পিঠাপুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্যসামগ্রী। এই অনুষ্ঠানটি সানসিল্ক এর ফেইসবুক পেজ এ লাইভ স্ট্রিমিং করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।