ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে ‘বাবা রাফি’র ভিন্নধর্মী আউটলেট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, এপ্রিল ১৪, ২০১৭
বসুন্ধরা সিটিতে ‘বাবা রাফি’র ভিন্নধর্মী আউটলেট বাবা রাফি

ঢাকা: রাজধানীতে কাবাব চেইন ‘বাবা রাফি’র ভিন্নধর্মী আউটলেট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত ‌‌বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আউটলেটি উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাকাউন্টস) শেখ আব্দুল আলীম।

এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের হেড অব ডিভিশন (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মির্জা মুজাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

ভিন্নধর্মী এ আউটলেটে সুস্বাদু খাবারের পাশাপাশি উপভোগ করা যাবে বিভিন্ন ধরনের রাইড ও গেম। রাইডের মধ্যে রয়েছে- এয়ার বেলুন, সুইং, মিনি কনভয়, ড্যান্স পার্টি, ফ্লাইং চেয়ার, ফেরিস সুয়েন, সেল্ফ কন্ট্রোল প্লেন, ট্রেজার কাপ, সনিক রেলওয়ে, বাম্পার কার, পাইরন শিপ, মিনি প্যারোসেল, জিরো গ্রাভিটিসহ মনমাতানো সব রাইড।

গেমিংয়ের মধ্যে রয়েছে ৠাম্বো, মুনস্টার, কিউট ফায়ারম্যান, এক্সট্রোম রাইডার, এক্সট্রোম লেজার, ইনিশিয়াল ডি৫ডি৬সহ অর্ধশতাধিক গেম।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এএম/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।