ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বরিশালে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, মার্চ ১৭, ২০১৭
বরিশালে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

বরিশাল: বরিশালে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে বরিশাল নগরের মেরিন ওয়ার্কশপ মাঠে মেলার উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ। 

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন।

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর) কামরুল আমিন, উপ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ।

অনুষ্ঠান পরিচালনা করেন চেম্বার্স সহ-সভাপতি জাহাঙ্গির হোসেন মানিক।

এবারের মেলায় মোট ৯০টি স্টল এবং ৪টি প্যাভিলিয়ন রয়েছে। যার মধ্যে ৩টি বিদেশি স্টলও রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।