ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পাট মেলার সময় বাড়লো ২ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, মার্চ ১১, ২০১৭
পাট মেলার সময় বাড়লো ২ দিন পাট মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা/ছবি: রানা

ঢাকা: পাট দিবস (০৮ মার্চ) উপলক্ষে রাজধানীর ফার্মগেটের খামার বাড়িতে তিনদিন ব্যাপী শুরু হওয়া মেলার সময় আরো দুই দিন বাড়িয়েছে মেলা কর্তৃপক্ষ। চলবে আগামী ১৩ মার্চ (সোমবার) পর্যন্ত।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চত করেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের লিয়াজো অফিসার মোহাম্মদ আলী।  

তিনি বলেন,পাটজাত জিনিসের প্রতি সাধারণ মানুষের চাহিদা ও পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে মেলার সময় আগামী সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

মেলার শুরুর দিন ৮২ লাখ এবং এরপরদিন ১কোটি টাকা বেচা-কেনা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।