ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ফের সিআইপি নির্বাচিত মমতাজ উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ফের সিআইপি নির্বাচিত মমতাজ উদ্দিন

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রী কমিটির সদস্য মমতাজ উদ্দিন ফের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে আবারও সিআইপি নির্বাচিত করা হয়।

এদিন রাত ৯টায় জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মাশরাফি হিরো স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হিসেবে এর আগেও তিনি সিআইপি ছিলেন।
 
২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে বগুড়া পর্যটন মোটেলে মমতাজ উদ্দিনকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমবিএইচ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।