ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জর্ডানে যৌথ বিনিয়োগে টিএসপি সার কারখানা স্থাপনের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, ফেব্রুয়ারি ৮, ২০১৭
জর্ডানে যৌথ বিনিয়োগে টিএসপি সার কারখানা স্থাপনের প্রস্তাব বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু/ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, স্টিল ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ উৎপাদন, পেট্রোকেমিক্যালসহ উদীয়মান শিল্পখাতে জর্ডানের উদ্যোক্তারা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার (৮ ফেব্রুয়ারি) আম্মান চেম্বার অব ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী। বৈঠকে জর্ডান ও বাংলাদেশে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ-জর্ডানের যৌথ বিনিয়োগে একটি টিএসপি সার কারখানা স্থাপনের প্রস্তাবও করা হয়।

শিল্পমন্ত্রী এ সার কারখানায় উৎপাদিত সব সার বাংলাদেশ কিনবে বলেও উল্লেখ করেন। জর্ডানের শিল্প উদ্যোক্তারা এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এটি বাস্তবায়নে তারা একসঙ্গে কাজ করতে সম্মত হন।
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
ওএফ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।