ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর ঋণ খেলাপির তথ্য দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, ডিসেম্বর ১, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর ঋণ খেলাপির তথ্য দেওয়ার নির্দেশ

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্

ঢাকা: দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্যাংকের ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য বিধি-বিধানের আলোকে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম ভূইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপন ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।



এতে বলা হয়, প্রার্থীর ঋণ খেলাপির তথ্য বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করে (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে পাঠিয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপি ব্যক্তিদের অযোগ্য ঘোষণার লক্ষ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ভুলভাবে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংকলন, সংরক্ষণ ও তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে উপস্থাপন করতে বলা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থেকে বাছাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সকাল (সরকারি-সাপ্তাহিক ছুটি ও অফিস সময়ের পরে হলেও) সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকেন একং রিটানিং অফিসারের কোনো তথ্য কিংবা সহায়তা চাইলে যথাসময়ে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তাই অর্থমন্ত্রণালয়ের এই নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও নির্বাচন কর্মকর্তাদের সহায়তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলো।

নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, যাছাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। আর ভোট গ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।