ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পাকিস্তানের পাওনা দাবি ‘টোটালি রাবিশ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, নভেম্বর ১৭, ২০১৬
পাকিস্তানের পাওনা দাবি ‘টোটালি রাবিশ’

বাংলাদেশের কাছে পাকিস্তানের পাওনার বিষয়েটিকে ‘টোটালি রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, ‘তাদের (পাকিস্তান) এ দাবি পুরোপুরি রাবিশ। টোটালি রাবিশ।

ঢাকা: বাংলাদেশের কাছে পাকিস্তানের পাওনার বিষয়েটিকে ‘টোটালি রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, ‘তাদের (পাকিস্তান) এ দাবি পুরোপুরি রাবিশ।

তারা আমাদের কাছে কোনো টাকা পায় না। উল্টো আমরাই পাকিস্তানের কাছে টাকা পাবো। তাদের  এই দাবি ননসেন্স, এটি টোটালি রাবিশ। আমার এই রাবিশ শব্দ এখানেই শতভাগ প্রযোজ্য। ’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।

বাংলাদেশের কাছে পাকিস্তানের ৭০০ কোটি টাকা পাওনার দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রথমে কোনো মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী।

এক পর্যায়ে এমএ মুহিত বলেন, ‘পাকিস্তানের এ দাবি নিয়ে কথা বলার কিছু নেই। এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজনও নেই। সাচ অ্যা ননসেন্স, স্টুপিড। ’

‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করার মতো এখন আর কিছুই নেই। আমরা এখন ওদের থেকে অনেক এগিয়ে গেছি। ’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত আমরা। আমরা অনেক আগেই এ দাবি জানিয়ে রেখেছি তাদের কাছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়েই আমরা সে দাবি করেছি। আমরা যখনই এ বিষয় নিয়ে আলোচনা করতে চাই তখন তারা কোনো আগ্রহ দেখায় না। ’

পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা কী পরিমাণ? এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘যা পাওনা আছে তা পাকিস্তানের দেওয়ার সামর্থ্য নেই। এটা আমরা তাদের আগেই বলেছি। পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা সর্বোচ্চ ৫ বিলিয়ন ডলার এবং সর্বনিম্ন দেড় বিলিয়ন ডলার। ’

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।