ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-শ্রীলংকা বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, নভেম্বর ১০, ২০১৬
বাংলাদেশ-শ্রীলংকা বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা

বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারণে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পায়নি। বাংলাদেশ ও শ্রীলংকা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের পর দু’দেশের মধ্যে বাণিজ্যে নতুন যুগের সূচনা হবে।

ঢাকা: বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারণে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পায়নি। বাংলাদেশ ও শ্রীলংকা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের পর দু’দেশের মধ্যে বাণিজ্যে নতুন যুগের সূচনা হবে।

স্থানীয় সময় বুধবার (০৯ নভেম্বর) রাতে কলম্বোয় হোটেল সিন্ডমোন লেকসাইডে বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকনোমিক কমিশনের (জেএসি) পঞ্চম সভা শেষ কার্যবিবরণী স্বাক্ষরের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বাণিজ্য আশানুরূপ নয়। এফটিএ স্বাক্ষরের পর দু’দেশের মধ্যে বাণিজ্যে নতুন যুগের সূচনা হবে। এফটিএ স্বাক্ষরের ফলে ব্যবসায়িক সব বাধা দূর হবে। এখন বাংলাদেশ তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট, পেপারসহ বিভিন্ন পণ্য কমদামে শ্রীলংকায় রপ্তানি করতে পারবে।

বাণিজ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী বাংলানিউজকে জানান, বাংলাদেশ ও শ্রীলংকা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করতে একমত হয়েছে। শ্রীলংকায় বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকনোমিক কমিশনের (জেএসি) ৫ম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শ্রীলংকায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের পক্ষে এবং শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন সভার সিদ্ধান্তের কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে যে পরিমাণ বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে তা এ মুহূর্তে হচ্ছে না। বিষয়টি উভয় দেশ বুঝতে পেরে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে একমত হয়েছে। বাংলাদেশ শ্রীলংকার সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বিশ্ববাণিজ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী উন্নত ও উন্নয়নশীল দেশগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে।

উন্নয়নশীল দেশ হিসেবে শ্রীলংকাও বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর করতে সিদ্ধান্ত নিয়েছে। এতে করে দু’দেশের বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দূর হবে এবং বহুগুণ বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।