ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের ঋণ পাবেন সানমার প্রোপার্টিজ’র গ্রাহকরা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ব্র্যাক ব্যাংকের ঋণ পাবেন সানমার প্রোপার্টিজ’র গ্রাহকরা

ঢাকা: সানমার প্রোপার্টিজ-এর গ্রাহকদের দ্রুততম সময়ে হোমলোন দেবে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি ব্র্যাক ব্যাংক এবং সানমার প্রোপার্টিজ-এর মধ্যে এ সংক্রান্ত একটি রিটেইল ব্যাংকিং চুক্তি সই হয়।

ব্যাংকের হেড অব রিটেইল সেলস্ কায়সার হামিদ এবং সানমার প্রোপার্টিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার চৌধুরী তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সে অনুযায়ী, ঋণের পাশাপাশি হ্রাসকৃত সুদ এবং প্রসেসিং ফিতে ছাড় পাবেন প্রোপার্টিজ-এর গ্রাহকরা।

এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল আন্ডাররাইটিং এসএম মইনুল হোসেন এবং সানমার প্রোপার্টিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সালিম বিন সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক সংব‍াদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।