ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পাঁচ রিটেইলারকে পুরস্কৃত করলো লাফার্জ সুরমা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, আগস্ট ১১, ২০১৬
পাঁচ রিটেইলারকে পুরস্কৃত করলো লাফার্জ সুরমা

ঢাকা: ‘সুপারক্রিট সুপার অফার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করে টয়োটা গাড়ি জিতেছেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পাঁচ রিটেইলার।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে গাড়ির চাবি তুলে দেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাসুদ খান।

এসময় তিনি বলেন, আমরা আমাদের কোম্পানির রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের আজকের এ উদ্যোগ সব রিটেইলারদের আরো অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় লাফার্জ সুরমার সেলস ডিরেক্টর নাভীন মালহোত্রা, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ইনোভেশন সৈয়দ নাঈমুল আবেদীনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী লাফার্জ সুরমার রিটেইলাররা এ উদ্যোগকে স্বাগত জানান এবং এর মাধ্যমে ভবিষ্যতে অনুপ্রাণিত হবেন বলেও মনে করেন।
 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।