ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

২০১৭ সালে ১৫ লাখ করদাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, জুন ২, ২০১৬
২০১৭ সালে ১৫ লাখ করদাতা

ঢাকা: আগামী বছরে (২০১৭) করদাতার সংখ্যা ১২ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান তিনি।

এর আগে চলতি বছর বাজেট বক্তৃতায় আগামী ৫ বছরে করদাতা ৩০ লাখ করার ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কর জিডিপি মাত্র ১০ দশমিক ৩ শতাংশ। যা সারাবিশ্বের মধ্যে অত্যন্ত নিম্নস্তরে। প্রতিবেশী দেশ ভারতে এ হার ২০ থেকে ৩২ শতাংশ।
 
তিনি বলেন, আমাদের চলতি মেয়াদের শেষ বছরে ১৫ দশমিক ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য সবচেয়ে কার্যকরী উপায় হবে অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা।
 
তবে করদাতার সংখ্যা অত্যন্ত লজ্জাকর। আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী বছরের মধ্যে করদাতার সংখ্যা ১২ লাখ থেকে ১৫ লাখে উন্নীত করা। এজন্য জরিপ কার্যক্রম জোরদার করা হবে।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।