ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রমজানে ব্যাংকিং লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, মে ১৯, ২০১৬
রমজানে ব্যাংকিং লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

ঢাকা: পবিত্র রমজান মাসে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে।

তবে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নির্ধারিত সময়ে অফিস ও লেনদেন চালু থাকবে। তবে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ আদায়ের সময় থাকবে।

তবে রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময় সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।