ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘যুগল বন্দি’ বিজয়ীদের পুরস্কার দিলো সিম্ফনি

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মে ১৭, ২০১৬
‘যুগল বন্দি’ বিজয়ীদের পুরস্কার দিলো সিম্ফনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভ্যালেন্টাইন দিবসের ‘যুগল বন্দি’ অফার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি।

মঙ্গলবার (১৭ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি সিম্ফনির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘যুগল বন্দি’ অফারের মূল আকর্ষণ ছিলো নেপাল ট্রিপ। লটারির মাধ্যমে ৩ জন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ী তিনজনকেই ঢাকা-কাঠমান্ডুর এয়ার টিকিট হস্তান্তর করেন সিম্পনির কর্মকর্তারা।

বাকি বিজয়ীদের মধ্যেও পাঁচ তারকা হোটেলে ডিনারের কুপন দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিম্ফনির ন্যাশনাল সেলস ম্যানেজার এমএ হানিফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার জাহিদুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার আবু সায়েম এবং শফিউল ইসলাম।

বিজয়ী রুবিনা খাতুনের পক্ষে তার বাবা পুরস্কার গ্রহণ করেন। এছাড়া অপর দুই বিজয়ী মো. আলী হোসাইন ও অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।