ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

জাবিতে ৮ দিনব্যাপী পাট বস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, এপ্রিল ২৯, ২০১৬
জাবিতে ৮ দিনব্যাপী পাট বস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ জুট অ্যান্ড ইকনোমিক রেভ্যুলশনের ব্যানারে ও ক্ষীয় ফ্যাশন হাউজের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮ দিনব্যাপী পাট বস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পাট হলো সোনালী আঁশ। এ আ‍ঁশকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে পাটের পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি এ কে এম ইউসুফ হাসান, চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজউদ্দীন, নাট্যকার আফজাল হোসেন প্রদর্শনীর উদ্যোক্তা মো. আমির হোসেন রঙ্গন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের গ্যালারিতে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাটবস্ত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।