ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাদাম চাষে কৃষকদের প্রশিক্ষণ দিলো প্রাণ

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, এপ্রিল ২৬, ২০১৬
বাদাম চাষে কৃষকদের প্রশিক্ষণ দিলো প্রাণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাটোরে চাষিদের উন্নত আবাদ প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের বাদাম চাষ এবং আফলাটক্সিন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে প্রাণ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রাণের ম্যানেজার (মিডিয়া) কে এম জিয়াউল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কৃষকদের নিয়ে নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় কর্মশালাটি হয়। এ উদ্যোগে সহায়তা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। এতে জেলার ৬০ জন কৃষক অংশ দেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানায়, বাদামে আফলাটক্সিনের প্রভাব কমাতে এ প্রশিক্ষণ তাদের বেশ কাজে দেবে।

সংশ্লিষ্টরা বলছেন, আফলাটক্সিন এক প্রকার ছত্রাকজনিত বিষক্রিয়া যা অ্যাসপারজিলাস ছত্রাকের প্রভাবে উৎপন্ন হয়। আফলাটক্সিনের কারণে চাষিরা প্রতি বছর বাদামে আশানুরূপ ফসল হতে বঞ্চিত হন এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

কর্মশালায় নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আলহাজ উদ্দিন, বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির ও ড. মুবারক আলী উপস্থিত ছিলেন।

প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, প্রাণ চাষিদের নানাভাবে প্রশিক্ষণ দিচ্ছে। এটি কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।

প্রাণ-এর ৬ হাজার চুক্তিভিত্তিক বাদাম চাষি রয়েছে। এ মৌসুমে প্রাণ খামারিদের কাছ থেকে প্রায় ৪ হাজার টন বাদাম সংগ্রহ করবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।