ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় কিং ব্র্যান্ড সিমেন্টের ‍নির্মাণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, এপ্রিল ২৫, ২০১৬
নওগাঁয় কিং ব্র্যান্ড সিমেন্টের ‍নির্মাণ কর্মশালা ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় নির্মাণ শ্রমিকদের নিয়ে কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরের বাটার মোড় এলাকার আয়োজন কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন, কিং ব্র্যান্ড সিমেন্টের বিক্রয় বিভাগের বগুড়া অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মো. মকিবুল হাসান, এক্সিকিউটিভ মো. হাফিজুর রহমান, মো. শহীদুল ইসলাম, মো. মাসুদ পারভেজ, টেকনিকেল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান, কিং ব্র্যান্ড সিমেন্টের নওগাঁর পরিবেশক মেসার্স মনোরমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কিং ব্যান্ড সিমেন্ট বিক্রয় বিভাগের কর্মকর্তারা ছাড়াও নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নেতারা ও ৭৫ জন দক্ষ নির্মাণ শ্রমিক অংশ নেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।