ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সাফল্যের স্বীকৃতি হিসেবে রিটেইলারদের মোটরসাইকেল দিলো রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, এপ্রিল ৭, ২০১৬
সাফল্যের স্বীকৃতি হিসেবে রিটেইলারদের মোটরসাইকেল দিলো রবি ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিম, ডাটা প্যাক ও ইজিলোড বিক্রিতে অসাধারণ সাফল্য অর্জনের জন্য ১০৫ জন রিটেইলারকে পুরস্কার হিসেবে একটি করে মোটরসাইকেল দিয়েছে মোবাইল অপারেটর রবি।
 
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে।

বিজয়ীদের হাতে মোটরসাইকেলের প্রতীকী চাবি তুলে দেন তিনি।
 
এসময় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশনে তাদের সহযোগিতা চান রবি’র কর্মকর্তারা।
 
২০১৫ সালের শেষ তিন মাসে ‘উৎসব প্লাস’ নামে তিন মাসব্যাপী একটি ব্যবসায়িক ক্যাম্পেইন পরিচালনা করে রবি।
 
উৎসবের আওতায় রিটেইলাররা সিম বিক্রি এবং ডাটা প্যাক ও ইজিলোড করে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করার সুযোগ পান। ক্যাম্পেইন শেষে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে রিটেইলারদের বাছাই করা হয়।
 
এছাড়া ক্যাম্পেইনে বিশেষ অবদানের জন্য ইতোমধ্যে ৩১৭ জন রিটেইলারকে এলইডি টিভি, মাইক্রো ওয়েভ, এসিসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে।
 
ব্যবসায়িক কোনো ক্যাম্পেইনের আওতায় দেশে এতো বড় পরিসরে রিটেইলারদের পুরস্কৃত করার উদ্যোগ এটিই প্রথম বলে জানিয়েছে অপারেটরটি।
 
রবি’র সিইও সুপুন বীরাসিংহে ক্যাম্পেইনটি সফল করার জন্য রিটেইলারদের ধন্যবাদ জানিয়ে অপারেটরটির প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
 
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশনে গ্রাহকদের উদ্বুদ্ধ করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সিইও।
 
রিটেইলারদের দেশের ডিজিটাল জীবনধারার রূপকার আখ্যায়িত করে তাদের প্রতি রবি’র সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সুপুন।
 
রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাস্টার ডিরেক্টর (ইস্টার্ন) নাজির আহমেদ, এনায়েতুর রহিম (সাউদার্ন ক্লাস্টার) এবং অন্যান্য ক্লাস্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।