ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় বেবি ট্যাক্সি-সিএনজি মালিক সমিতির ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, এপ্রিল ১, ২০১৬
বগুড়ায় বেবি ট্যাক্সি-সিএনজি মালিক সমিতির ভবন উদ্বোধন

বগুড়া: পশ্চিম বগুড়া বেবি ট্যাক্সি-সিএনজি মালিক সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে শহরের নিশিন্দারা চারমাথা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন।
 সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মণ্ডল, জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদ শেখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।